South east bank ad

ক্রিকেটার আরিফার স্বপ্নপূরণ : পাশে দাঁড়িয়েছেন ইগলু এবং ইগলুর গ্রুপ সিইও জিএম কামরুল হাসান

 প্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

প্রতিদিন একটু একটু করে টাকা জমাতেন ক্রিকেটার আরিফা জাহান বিথী। যেন টাকা নয়, প্রতিদিন স্বপ্ন জমাচ্ছেন। স্বপ্ন একটি লাল-কালো রঙের স্কুটারের। গিয়েছিলেনও স্বপ্নের কাছাকাছি। তখনই করোনার হানা। কাজ বন্ধ, খাবার নেই। সবচেয়ে শঙ্কার মধ্যে পড়লেন গর্ভবতী মায়েরা। এ দুঃসময়ে কোথায় পাবেন পুষ্টিকর খাবার, কোথায় পাবেন যত্ন? হাত বাড়িয়ে দিলেন আরিফা। স্কুটির জন্য জমানো ৯০ হাজার টাকা খরচ করলেন অসহায় মানুষদের জন্য। নিজের এলাকা, আশেপাশের এলাকা কিংবা বেশ দূরে হলেও একটা টমটমে করে গর্ভবতী নারীদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন আরিফা। এভাবে নিজের জমানো সব টাকা দিয়ে দাঁড়িয়েছেন গর্ভবতী মায়েদের পাশে। মানুষের জন্য যে নিজের স্বপ্ন বিসর্জন দেয় তার পাশে কি কেউ দাঁড়াবে না? দাঁড়িয়েছেন জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু এবং ইগলুর গ্রুপ সিইও জিএম কামরুল হাসান। তিনি নিজের বেতন এবং সন্তান, বন্ধু, সহকর্মীদের থেকে টাকা সংগ্রহ করে একটি লাল-কালো রঙের স্কুটি কিনে পৌঁছে দিয়েছেন ক্রিকেটার আরিফা জাহান বিথীর কাছে। গত মঙ্গলবার রাতে ‘লাভগুরু’ খ্যাত এহতেশামের সঞ্চালনায় ইগলু আয়োজিত ‘তুমি চাইলেই হাসবে দেশ’ লাইভ প্রোগ্রামে আরিফার কাছে স্কুটিটি হস্তান্তর করা হয়। সঙ্গে কুড়িগ্রামের ৫০ জন গর্ভবতী মায়ের জন্য ত্রাণসামগ্রী তুলে দেয়া হয় আরিফার হাতে। স্কুটি পেয়ে আরিফা ইগলু এবং ইগলুর গ্রুপ সিইও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। কাউকে সাহায্য করলে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, ইগলু সেটিই প্রমাণ করল।’ নিজের কার্যক্রম চালিয়ে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন আরিফা। আরিফাকে ধন্যবাদ জানিয়ে সিইও জিএম কামরুল হাসান বলেন, ‘মানুষের জন্য আরিফার যে ভালোবাসা আর অবদান, আরিফার স্বপ্নে যেন কোনো বাধা না আসে সেজন্য এটি আমার ছোট্ট প্রয়াস।’ আরিফাকে দেশের গর্ব উল্লেখ করে কামরুল হাসান আরও বলেন, ‘আরিফার মতো মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এরকম হাজারো মানুষের পাশে সবসময় থাকবে ইগলু।’ তিনি আরিফার মতো মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ‘তুমি চাইলেই হাসবে দেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে ইগলু সুবিধাবঞ্চিত মানুষদের দেশের সামনে তুলে ধরার চেষ্টা করছে। প্রতিদিনের হোম ডেলিভারি অর্ডার থেকে ৫% সহায়তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানটির সাথে সহযোগী হিসেবে থাকছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। লাভগুরু খ্যাত এহতেশামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি শুক্র এবং মঙ্গলবার রাত ১০টায়, ইগলু ও যমুনা টিভির ফেসবুক পেজ থেকে।
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: