শিরোনাম

South east bank ad

বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫

 প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‍্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘি ফুটবল মাঠের মঞ্চের পশ্চিম পার্শ্বে জনৈক তৈয়মুদ্দিন এর আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে, বিদেশী পিস্তল-১ টি, দেশীয় তৈরি ওয়ান শুটার গান-১ টি, ম্যাগজিন- ১ টি, পিস্তলের গুলি- ২ রাউন্ড, মোবাইল সেট-১ টি, সীমকার্ড-২ টি এবং মেমোরী কার্ড-১ টি সহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী, মোঃ সরোয়ার (২০), পিতা- মোঃ ফরমান আলী, মাতা- সাজেনুর বেগম, সাং-সন্নাসী কয়লা দিয়াড়, ইউপি-শ্যামপুর ১নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: