শিরোনাম

South east bank ad

লোনের নামে প্রতারণা, স্বদেশ করপোরেশনের চেয়ারম্যান-জিএমকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

 প্রকাশ: ২৫ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

লোন দেওয়ার কথা বলে আর্থিক জামানত নিয়ে তা না দিয়ে প্রতারণা করার অভিযোগে রাজধানীর মতিঝিলে (মধুমিতা সিনেমা হলের বিপরীতে) স্বদেশ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব। এ সময় স্বদেশ করপোরেশনের চেয়ারম্যান সাইফুল কবীর ও মহাব্যবস্থাপক (জিএম) শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে সাইফুল কবীরকে ছয় মাসের কারাদণ্ড এবং আড়াই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৪ জুন) রাজধানীর মতিঝিল এলাকায় সমবায় ব্যাংক ভবনের পাঁচতলায় প্রতিষ্ঠানের কার্যালয় থেকে সাইফুল কবীর ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল কবীরকে জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। র‌্যাব জানায়, সাইফুল কবীর ও শফিকুল ইসলাম হাজারো মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে স্বদেশ করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় সেখানে অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার ও জুস বিক্রির প্রমাণও পাওয়া যায়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: