সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১২
মহামারীর এ সময়টাতেও থেমে নেই মাদকের কারবার। করোনাভীতি যেনো একটুও ছুঁতে পারেনি মাদক ব্যবসায়ীদের। নিত্যনতুন কৌশলে চলছে মাদক বহন ও ক্রয়-বিক্রয়। গতকাল (১৬ জুন, ২০২০) সন্ধ্যায় মাদক অভিযানে নেমে তেমনই এক মাদকের চালান আটক করে র্যাব-১২ এর একটি আভিযানিক দল। গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪০১ বোতল ফেনসিডিল। এর আগে, বগুড়া -ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে র্যাব-১২ এর আভিযানিক দলটি। এ সময় ঢাকা গামী একটি ট্রাক থামানোর সংকেত দিলে তা থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায় এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সবকিছু স্বীকার করে সে। নিজেই বের করে দেয় বস্তা বোঝাই ফেনসিডিল।
