শিরোনাম

South east bank ad

বরগুনায় গৃহবধূ গণধর্ষণের মূলহোতাকে ধরেছে র‌্যাব

 প্রকাশ: ০২ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

বরগুনায় মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ ঘটনার মূলহোতা মোঃ জহুরুল আকনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর থানাধীন দক্ষিণ বালিয়াতলি এলাকা থেকে তাকে ধরা হয়। তালতলী থানার তেতুলবাড়িয়া এলাকার আলমগীর আকনের ছেলে। উল্লেখ্য, গত বুধবার সকাল ৮টার দিকে শশুর বাড়ি থেকে রওনা দিয়ে পাথরঘাটা পৌছায়। সেখান থেকে নৌকা পার হয়ে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা ঘাটে নামি। তারপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিশানবাড়ীয়া খেয়াঘাট যাওয়ার চুক্তি করি। মোটরসাইকেল চালক আমাকে নিশানবাড়ীয়া খেয়াঘাট না নিয়ে বাগানের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে তার সঙ্গীয় আরেক মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা আরও পাঁচজন লোক মোবাইলে ডেকে আমার মেয়েকে গাছের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে গলায় ছোরা ধরে। মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে ধর্ষণ করে। তিনি আরও বলেন, তারা আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমার জ্ঞান ফেরার পরে ওই জায়গা থেকে এক বাড়িতে এসে একটু পানি খেতে চাইলে গ্রামবাসী কেউ আমাকে একটু পানি পর্যন্ত দেয়নি। তারপর ওই এলাকার কয়েকজন লোক পাশেই ট্রলার মেরামত করছিলেন। তারা আমাকে একটি মোটরসাইকেল ভাড়া করে দেয়। আমি আমার খালা বাড়ি চলে যাই। আমার মামলা করার মতো তেমন কোনো টাকা পয়সা নেই তাই আমি থানায় মামলা করতে যাইনি। আপনারা সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে আইনের হাতে ঘটনার কঠোর বিচার চাই। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ সেলিম, দুলাল হোসেন, মোটরসাইকেল চালক হাবিব, চা দোকানদার কবির সাংবাদিকদের জানান, আমরা শুনেছি যে একজন মহিলা তার মেয়েকে নিয়ে শুভসন্ধ্যা থেকে নিশানবাড়িয়া খেয়াঘাট যাবে। কিন্তু মোটরসাইকেল চালক জহিরুল নিশানবাড়ীয়া না নিয়ে শুভসন্ধ্যার গভীর জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। শুনেছি জহিরুলের সঙ্গে ছিলো এমাদুল, সোহাগ, নজরুল, সাইদুল।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: