শিরোনাম

South east bank ad

কুরিয়ারে ইয়াবা পাচার, নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর হাতে এক নারী আটক

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

কুরিয়ারে ইয়াবা পাচার, নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর হাতে এক নারী আটক

কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নজরদারি শুরু করে। বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাবের গোয়েন্দা দলটি নারায়ণগঞ্জে কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অবস্থান নেয়। দুপুর আড়াইটার সময় মবিনা আক্তার নামে ওই নারী তার শিশু সন্তানকে কোলে নিয়ে বোরকা ও হিজাব পড়া অবস্থায় এসে পার্শ্বেল শাখার গোডাউন থেকে কৌশলে আচারের প্যাকেটের আড়ালে ইয়াবার চালানটি বুঝে নেন। পরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় ৬ হাজার ৩৯৫ পিছ ইয়াবার চালানসহ মবিনা আক্তার ওরফে মনি (৩০) নামে এক নারীকে আটক করে র‌্যাব।
আটককৃত মবিনা আক্তারের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন শিলিমপুর এলাকায়। র‌্যাব জানিয়েছে, এই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কাজে সরাসরি জড়িত আছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এসময় র‌্যাব তাকে হাতেনাতে আটক করলে আচারের প্যাকেটের ভেতরে ছয় হাজার পিছ ইয়াবা আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: