শিরোনাম

South east bank ad

গৌরীপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় পণ্য সহ ১৮ চোরাকারবারি আটক

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গৌরীপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় পণ্য সহ ১৮ চোরাকারবারি আটক

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য সহ ১৮ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)-১৪। বুধবার ভোরে র‌্যাব ১৪’র একটি বিশেষ টিম উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও চোরাকারবারিদের আটক করে।
বুধবার বিকালে বুধবার (২১ এপ্রিল) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অ্যাকশন র‌্যাব-১৪'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব খবর পায় ভারত থেকে অবৈধ ভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করেছে। পরে র‌্যাব-১৪'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাতের নির্দেশে মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‌্যাব ১৪’র একটি বিশেষ টিম বুধবার ভোর রাতে উপজেলার বেলতলী বড় মসজিদ রোড এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে ছয় ট্রাক ভারতীয় পণ্য জব্দ সহ ১৮ জনকে আটক করে।
আটককৃতরা হল- সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) ও মোঃ সাব্বির (২০)।
জব্দ পণ্যগুলো হচ্ছে- এক হাজার পিস ভারতীয় থ্রিপিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৪ হাজার পিস ভারতীয় বেটনােভেট ক্রীম ও , ৩ হাজার পিস স্কিনসাইন ক্রীম।
র‌্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন র‌্যাব-১৪'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন প্রকার পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়েরে প্রস্ততি চলছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: