শিরোনাম

South east bank ad

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত ১৮ই এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল নামাপাড়া এলাকায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনা হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হয় যার ফলশ্রুতিতে সংশ্লিষ্ট এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ইমন হোসেন নামের এক তরুণকে আসামী করে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হলে স্থানীয় পুলিশের পাশাপাশি র‍্যাব উক্ত মামলাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার বিবরণ ও স্থানীয় তদন্তে জানা যায় যে,ভুক্তভোগী প্রায় তিন সপ্তাহ আগে চাকরীর প্রত্যাশায় গ্রামের বাড়ি হতে আশুলিয়ায় তার মামাতো বোন ও ভগ্নিপতির নীচতলা ভাড়া বাসায় আসেন এবং ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলায় বসবাসরত ইমন জোর করে ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এসময় তরুণীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ধর্ষণকারী পালিয়ে যায়। এরপর থেকেই র‍্যাব-৪ এর একটি বিশেষ দল উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে। গতকাল রাত ০৮.৩০ টায় র‌্যাব-৪ আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক মোঃ ইমন সরদার (১৯), জেলা- গোপালগঞ্জ ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ইমন সরদার উক্ত দিনে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: