শিরোনাম

South east bank ad

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিকসময়ে ছিনতাই, খুন-গুমসহ নৃশংসতম অপরাধসমূহ নিয়ে এলিট ফোর্স র‌্যাব বরাবরের মতই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূল রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ১৩ এপ্রিল আল আমিন (১৭) কে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ভুক্তভোগী’কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে আল আমিন। এরই প্রেক্ষিতে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব-৪ উক্ত চাঞ্চল্যকর মামলাটি পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির মূল রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গতকাল রাতে সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ান তৌহিদ হোসেন পিয়াল (৩১), জেলা- ঢাকাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন আসামীরা ভুক্তভোগী’কে ধারালো ছুরি দ্বারা আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের’কে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: