যথাযথ মর্যাদায় ভোলা জেলা পুলিশের শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদযাপন
ভোলা জেলা পুলিশ কর্তৃক যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ০৬.৩০ মিনিটে জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


