৯ বছর পর আসামি গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নয় বছর আগে বিয়েবাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যায় দায়ের হওয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শরীফকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। বুধবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিল মাসে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে মো. শরীফ মাতবর ওরফে শরীফ পূর্বশত্রুতার জেরে সামছুল হক নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন।
ঘটনার পর থেকেই শরীফ পলাতক। তিনি ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। মামলার বিচারকার্য শেষে ২০১৯ সালে আদালত তাকে মৃত্যদণ্ডের আদেশ দেন।
তিনি বলেন, বুধবার রাতে শরীফ কামরাঙ্গীচর থানা এলাকায় প্রবেশ করলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে শরীফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।