শিরোনাম

South east bank ad

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ-কমিশনার আবু সায়েম নয়ন। 

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার আমপুরা বালুগাও এলাকার জয়নাল আবেদীনের ছেলে তারিকুল ইসলাম, একই থানার চিকা ধানী এলাকার নুর মোহাম্মদের ছেলে সজিব এবং গাজীপুর নগরীর চান্দনা (বউবাজার) এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে আল আমিন। 

অতিরিক্ত উপ-কমিশনার আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল ডাকাত নগরের আউটপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ দেশীয় আস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি এবং দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় সাতটি মামলা রয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: