শিরোনাম

South east bank ad

কমলাপুর স্টেশনে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

কমলাপুর স্টেশনে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)। শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তারা হলেন সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে- এমন একজন পলাতক। তাকেও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা। শুক্রবার রাতে সে নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে কৌশলে কয়েকজন তরুণ-যুবক কিশোরীকে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের তুরাগ কমিউনিটি ট্রেনের একটি বগিতে নিয়ে যান। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান।

ওসি ফেরদাউস আহম্মেদ বলেন, ‘ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান নামে একজন পলাতক। তাকেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: