মাহে রমজান ও ঈদুল ফিতরে বেতন-বোনাস সংক্রান্ত মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বুধবার ৬এপ্রিল দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনা অনুযায়ী সহকারি পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ইনচার্জ সাব-জোন-১ , (ভালুকা) এর দায়িত্বাধীন ইন্ডাস্ট্রিয়াল এলাকার "এমএল ডাইং মিলস লিমিটেড" কারখানাটি পরিদর্শন করেন।
এসময় পবিত্র মাহে রমজান ও পরবর্তী ঈদুল ফিতর উপলক্ষে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে বেতন- বোনাস সংক্রান্তে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আইনশৃঙ্খলা ও বেতন-বোনাস সংক্রান্ত পুলিশ সুপারের নির্দেশনাসমুহ ব্যক্ত করেন। চলমান রমজান ও পরবর্তী ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা- বোনাস যথাসময়ে পরিশোধ করতে মালিকপক্ষকে অনুরোধ করেন।
কারখানায় অপ্রীতিকর ঘটনা ও শ্রমিক অসন্তোষসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয় করে কাজ করতে অনুরোধ করেন। অহেতুক গুজবে কান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি না করার পরামর্শ দেন।
শিল্প-কারখানার সার্বিক নিরাপত্তা ও সেবায় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ ইউনিটের সকল সদস্য সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন।
এসময় উক্ত কারখানার মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধি এবং ভালুকা সাব-জোনের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহিদুল্লাহ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।