শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে পুলিশ সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী উপহার

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

পটুয়াখালীতে পুলিশ সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী উপহার

করোনা মোকাবিলায় মাঠপর্যায়ের সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত পটুয়াখালী জেলা পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপারের কাছে স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী হস্তান্তর করেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

করোনা সংক্রমণ মোকাবিলায় পুলিশের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে দুই কার্টুন উন্নতমানের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় পুলিশ সুপার করোনা মোকাবিলায় মাঠে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়ার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেন, দেশের চলমান সংকটে সকলকে সকলের পাশে দাঁড়ানো উচিত। যারা সব সময় মাঠে ঘাটে জনসেবা করে বা করোনা মোকাবিলায় শ্রম দিয়ে যাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। পটুয়াখালী জেলা পরিষদ সব সময় সকল শ্রেণির পেশার মানুষের সঙ্গে আছে। জেলা পরিষদ একটি সেবা মূলক প্রতিষ্ঠান, এখানে থেকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমরা এরকম কার্যক্রম অব্যাহত রাখবো।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: