শিরোনাম

South east bank ad

দায়িত্ব গ্রহণের প্রথম বছর পূর্তিতে আইজিপি’র বিশেষ উদ্যোগ "বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস"

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

দায়িত্ব গ্রহণের প্রথম বছর পূর্তিতে আইজিপি’র বিশেষ উদ্যোগ "বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস"

ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম পুলিশ মহাপরিদর্শক হিসেবে ২০২০ সালের ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছর পূর্তিতে আইজিপি ড. বেনজীর আহমেদ এর বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় চালু হতে যাচ্ছে "বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস"।

বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ (কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন।

পুলিশ হেডকোয়ার্টার্স/রাজারবাগ পুলিশ লাইন্স/পিওএম মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন্স/জেলা পুলিশ লােইন্স হতে প্রতি শনিবার দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে।

“বাংলাদেশ পুলিশ বাস সাভির্স” যে সকল রুটসমূহে চলবেঃ
সাইনবোর্ড/লিঙ্ক রোড (নারায়ণগঞ্জ)- ক্যন্টনমেন্ট/সিলেট রোড (কুমিল্লা)- মহিপাল (ফেনী)- দামপাড়া পুলিশ লাইন, চট্রগ্রাম
সাইনবোর্ড/লিঙ্ক রোড (নারয়ণগঞ্জ)- ঢাকা সিলেট হাইওয়ে (পুলিশ লাইন্স, নরসিংদী)- ভৈরব বাসস্ট্যান্ড (কিশেরগঞ্জ)- বিশ্বরোড (ব্রাহ্মমনবাড়ীয়া)- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)- পুলিশ লাইন্স, সিলেট
পোস্তগোলা ব্রীজ (নারায়ণগঞ্জ)- মাওয়া (মুন্সীগঞ্জ)-ভাংগা (ফরিদপুর/মাদারীপুর)- ভাটিয়া পাড়া (গোপালগঞ্জ)- পুলিশ লাইন্স, গোপালগঞ্জ- কাটাখালী মোড় (বাগেরহাট)- পুলিশ লাইন্স, খুলনা
নবীনগর (ঢাকা)- বাইপাইল (ঢাকা)- চন্দ্রা (গাজীপুর)- এয়ালেঙ্গা এ্যালেঙ্গা (টাঙ্গাইল)- কড্ডার মোড় (সিরাজগঞ্জ)- ফুড ভিলেজ (সিরাজগঞ্জ)- বনপাড়া (নটোর)- বানেশ্বর (রাজশাহী)- পুলিশ লাইন্স, রাজশাহী
নবীনগর (ঢাকা)- বাইপাইল (ঢাকা)- চন্দ্রা (গাজীপুর)- এয়ালেঙ্গা এ্যালেঙ্গা (টাঙ্গাইল)- কড্ডার মোড় (সিরাজগঞ্জ)- ফুড ভিলেজ (সিরাজগঞ্জ)- শেরপুর (বগুড়া)- মহাস্থানগড় (বগুড়া)- পলাশবাড়ী (গাইবান্ধা)- পুলিশ লাইন্স, রংপুর
পোস্তগোলা ব্রীজ (নারায়ণগঞ্জ)- মাওয়া (মুন্সীগঞ্জ)- ভাংগা (ফরিদপুর/মাদারীপুর)- পুলিশ লাইন্স, বরিশাল
উত্তরা (এপিবিএন)- (গাজীপুর চৌরাস্তা) গাজীপুর- পুলিশ লাইন্স, ময়মনসিংহ

BBS cable ad

পুলিশ এর আরও খবর: