শিরোনাম

South east bank ad

গুলশান বিভাগের তিনটি গরুর হাট পরিদর্শন করলেন ডিসি গুলশান সুদীপ কুমার চক্রবর্তী

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আজ গুলশান বিভাগের তিনটি গরুর হাট  বাড্ডা থানাধীন আফতাবনগর গরুর হাট, ভাটারা থানাধীন সাইদ নগর গরুর হাট এবং খিলক্ষেত থানাধীন তিনশ ফিট গরুর হাট পরিদর্শন করেন  ডিসি গুলশান  সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। গরুর হাট পরিদর্শনকালে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্ক পরিধান করে গরুর হাটে প্রবেশ করে সে ব্যাপারে নির্দেশনা দেন এবং পরিদর্শনকালে তিনি সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরণ করেন। গরুর হাটে ব্যাপারীরা যাতে নির্বিঘ্নে তাদের টাকা নিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেন। তাছাড়া তিনি গরুর হাটের ব্যাপারী এবং সাধারন জনগনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। FB_IMG_1596109833739 FB_IMG_1596109886013 FB_IMG_1596109874674 FB_IMG_1596109860038 FB_IMG_1596109851677
BBS cable ad

থানার কথা এর আরও খবর: