শিরোনাম

South east bank ad

সাংবাদিকদের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে এসপি বিপ্লব কুমার সরকার

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

  আজ  রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। এসময় পুলিশ সুপার  জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকুরি হারানো ও বেতন না পাওয়া - এই তিন অসুবিধায় নিপাতিত সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রংপুর জেলার ১৩০ জন সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। 20200730_170905 FB_IMG_1596107080401
BBS cable ad

থানার কথা এর আরও খবর: