শিরোনাম

South east bank ad

পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় থাকা অজ্ঞান ও মলম পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

 প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় থাকা অজ্ঞান ও মলম পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তারা হলেন- রানা শিকদার (২৪), মো. জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), মোহাম্মদ আলী হোসেন (৪২), মোহাম্মদ সোহেল (২৬), মো. জহুরুল (২৪) ও মোহাম্মদ হেলাল (২৭)। তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট, মুভ তরল স্প্রে, মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, লালবাগ এলাকায় কোরবানির পশুর হাটকে টার্গেট করে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে তাদের আট সদস্যকে চেতনানাশক বিভিন্ন ওষুধ সামগ্রীসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, অজ্ঞান পার্টির দলনেতা রানা সিকদারের নেতৃত্বে তার সহযোগী জুম্মাত ও গ্রেফতার অন্য ছয়জনসহ মহানগরীর পশুর হাটকে টার্গেট করে। তারা ধোলাইখাল এলাকার পশুর হাটে আগত ব্যাপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশে লালবাগ এলাকায় সমাবেত হয়। পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের ব্যাপারে খোঁজ নিয়ে যানা যায়, তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: