পুলিশের ২৪ ইন্সপেক্টরের এএসপি পদে পদোন্নতি

পুলিশের ২৪ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত এক গেজেট জারি করে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন, রংপুর আরআরএফের মো. মিজানুর রহমান, রংপুর জেলা পুলিশের তোবারক আলী সরকার, এবিএম রেজাউল ইসলাম, কুষ্টিয়া জেলা পুলিশের আজম খান, পুলিশ সদর দপ্তরের দেলোয়ার আহম্মদ, পিবিআই ঢাকার রূপক কুমার সাহা, দেওয়ান আবুল হোসেন, এটিএম মনিরুজ্জামান, চাঁদপুর জেলা পুলিশের আবু জাফর, কেএমপি’র মো. নাসিম খান, এসএম নাফিউর রহমান, বিএমপি’র উজ্জ্বল কুমার দে, বিশেষ শাখার (এসবি) একেএম খালেকুজ্জামান, সিএমপি’র ফজলুল করিম সেলিম, সাইফুল আলম চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা পুলিশের এনামুল হক, টাঙ্গাইল জেলা পুলিশের আব্দুছ ছালাম মিয়া, এন্টি টেরোরিজম ইউনিটের সুকুমার মোহন্ত, ডিএমপি’র ওমর ফারুক, ঢাকা সিআইডি’র শেখ মাসুদ করিম, আতিক আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা পুলিশের একেএম শাহীন মন্ডল, ফরিদপুর জেলা পুলিশের মো. মিজানুর রহমান ও সিরাজগঞ্জ জেলা পুলিশের শেখ সহিদ আলম।