প্রধানমন্ত্রী দেশের সাধারন মানুষের জন্য কাজ করেন: এমপি মুকুল
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দৌলতখান উপজেলায় শীতার্তদের মাঝে বিতরন করা হয়েছে ৪৫০০ কম্বল। শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন ভোলা-২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি।
এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারন মানুষের জন্য কাজ করেন। তার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় অসহায় মানুষের কষ্ট লাগবে নিজেকে নিবেদিত রেখেছেন।
শীতে মানুষ জাতে কষ্ট না পায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, যুগ্ম-সম্পাদক গোলাম নবী নবু এবং গোলাম মোর্সেদ কিরন তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।