শিরোনাম

South east bank ad

দিঘলিয়া ইউনিয়নে মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের উদ্ভোদন করেন আব্দুস সালাম মূর্শেদী

 প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল বন্ধ মাদ্রাসা চালু রাখার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ-সদস্য, জননেতা আব্দুস সালাম মূর্শেদী দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের পানিগাতি ব্রক্ষ্মগাতী খানজাহানাবাদ গফুরিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের উদ্ভোদন করেন। এসময় তিনি ছাত্র এবং শিক্ষকদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাক্স হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, শেখ মঞ্জুর হোসেন, আলহাজ্ব এস এম ইসরাইল হোসেন, খান মতিউর রহমান, ছাত্রলীগ নেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, যুবলীগ নেতা শেখ রিয়াজ, আনিসুর রহমান, মোড়ল হাসান মাহামুদ রাকিব, ছাত্রলীগ নেতা, শেখ আল আমিন, বুলবুল, সাজ্জাদসহ আওয়ামীলীগের দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব শেখ আবু জাফর। 115819670_1967913056677698_8281907448443475841_o 115860431_1967912953344375_1007162196355110076_o
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: