আগামী বিজয় দিবসের আগে স্বপ্নের পদ্মা সেতু চালু হবে: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অগ্রগতি পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন,আগামী বিজয় দিবসের পূর্বে আমরা আমাদের দেশের স্বপ্নের পদ্মা সেতু ও সুনামগঞ্জের লাখো মানুষের স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধনের মাধ্যমে যান চলাচল শুরু করতে চাই।
পরিকল্পনামন্ত্রী সিলেট বিভাগের দীর্ঘ সেতু কুশিয়ারা নদীর ওপর ১৫০ কোটি টাকা ব্যয়ে ৭২০ মিটার দৈর্ঘ্য রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন।
এছাড়াও তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ব্যয়ে রানীগঞ্জ সড়ক থেকে অনন্ত গোলাম আলীপুর সড়কে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন করেন। এছাড়াও ৫৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন।