দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী
শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে। সেসব ভাস্কর্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা দেবেন, কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।
তিনি বলেন, কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে এখন আর প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে।
উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এমপি শহিদুজ্জামান সরকার, এমপি ছলিম উদ্দিন তরফদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।