শিরোনাম

South east bank ad

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় সরকার মাঠে থাকবে: খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় সরকার মাঠে থাকবে। সরকার যদি বাজারে থাকে তাহলে মিল মালিক, আড়তদার ও ফরিয়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনতে পারবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রীসাধন চন্দ্র মজুমদার আরো বলেন, আড়তদার ও মিলমালিকরা যদি বাজারে কম দামে ধান কিনে তাহলে কৃষক সরাসরি সরকারকে ধান দিয়ে ন্যায্য মূল্য পাবে। এই সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সরকারি দামের চেয়ে কৃষক বাইরে ধান বিক্রি করে যদি লাভবান হয় তাহলে সরকারও খুশি থাকে।

এসময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, উপজেলা কৃষি কর্মকর্তা আমির আবদুল্লাহ ওহেদুজ্জামানসহ সহকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: