অপরাধীদের শাস্তির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে রয়েছে: নৌ প্রতিমন্ত্রী
ধর্ষণসহ অন্যান্য অপরাধীদের শাস্তির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন গত তিন মেয়াদের সরকার অপরাধীদের ছাড় দেয়নি। ব্যাংকের টাকা আত্মসাৎ থেকে শুরু করে যারা ধর্ষণ ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আমরা কোনো কিছুই লুকাইনি। তাদেরকে জনসম্মুখে এনেছি এবং আইনের আওতায় আনা হয়েছে। এই ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স।
তিনি বলেন, সরকার অত্যন্ত দৃঢ় ভূমিকায় আছে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হবে। আইনমন্ত্রী এরইমধ্যে বলেছেন, এই (নারী নির্যাতন) আইন আরও শক্ত করা হচ্ছে। আগামী ক্যাবিনেটে তিনি উপস্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করেছে।