শিরোনাম

South east bank ad

পুলিশের দুটি ২০ তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

পুলিশ সদস্যদের আবাসন সমস্যা কাটাতে ঢাকা ও চট্টগ্রামের দুইটি ২০ তলা ভবন নির্মাণ কাজের পৃথক দুইটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকা। বুধবার (০২ সেপ্টেম্বর) জুম অ্যাপসের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ২১তম সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদফতর কর্তৃক রাজারবাগ পুলিশ লাইনস্ ঢাকায় ২০তলা আবাসিক ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮২ কোটি ৬৩ লাখ ২১ হাজার টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে পদ্মা অ্যাসোসিয়েটস এন্ড ইঞ্জিনিয়ারস লিমিডেট। অপর এক প্রস্তাবে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২য় পুলিশ লাইনস্ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে বিবিএল এবং ডিইসিএল এর ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ দুই উদ্যোগ বাস্তবায়ন হলে পুলিশের আবাসন সমস্যা কিছুটা লাঘব হবে বলে মনে করে সরকার।
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: