বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিনিয়োগে আগ্রহী
বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিনিয়োগে আগ্রহী। আজ (মঙ্গলবার) জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন- জেবিআইসির একটি প্রতিনিধি দল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে ভার্চুয়াল আলোচনা সভায় এ আগ্রহ প্রকাশ করেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ অত্যন্ত অনুকূল ও লাভজনক। সকল বৈদেশিক বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। ট্যাক্স হলিডে সহ নানাবিদ প্রণোদনার সুবিধা রয়েছে।
প্রতিমন্ত্রী আজ জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন –এর সাথে বিনিয়োগ নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় সভায় এসব কথা বলেন। বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ কে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এ দেশের অর্থনীতির আকার দিনে দিনে বড় হচ্ছে। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। এ ধরনের বিনিয়োগ আমাদেরকে বন্ধনকে আরো সুদৃঢ় করবে। সমঝোতা স্বাক্ষরের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসের শেষদিকে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস মিটার, নবায়ন যোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, পাওয়ার সিস্টেম মাস্টার প্লান প্রভৃতি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এবং সমঝোতা স্বারক স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগে একমত প্রকাশ করেছে।
ভার্চুয়াল আলোচনায় সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন –এর পরিচালক অকায়া ইয়োশিয়ো (Ohkawa Yoshio ), উপপরিচালক মরিমতো সইচিরো (Morimoto Soichiro ) ও লোন অফিসার আসাই মিঝোকি (Asai Mizuki ) ।