ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠায় ৩-৪ বছর লাগবে: জয়

আগামী তিন থেকে চার বছরের মধ্যে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা করবে সরকার। এ লক্ষ্যে শতভাগ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট সেবার আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেশন প্লাটফর্ম (আইডিটিপি) 'বিনিময়'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা।
জয় বলেন, বর্তমানে প্রায় ৫-৬ কোটি গ্রামবাসীর ব্যাংক অ্যাকাউন্ট নেই। যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়লাভ করতে পারে, তবে বাংলাদেশের শতভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং আমাদের সরকারের পরবর্তী মেয়াদে তারা ক্যাশলেস সমাজে বাস করবেন।
সজীব বলেন, নেটওয়ার্ক সিস্টেম স্থাপিত হয়েছে, সরকারের সেবা ডিজিটালাইজড হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, বাংলাদেশে বৃহৎ আইটি কোম্পানি গড়ে উঠেছে। এখন দেশেই ল্যাপটপ, মোবাইল ফোন সেট ও কম্পিউটার মেমোরি চিপস উৎপন্ন হচ্ছে এবং এগুলো রফতানি শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, এখন আমাদের লক্ষ্য হচ্ছে- একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠা। আমরাএরইমধ্যেই এ ব্যাপারে কাজ শুরু করে দিয়েছি। কিন্তু এতে ৩ থেকে ৪ বছর সময় লাগবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।