শিরোনাম

South east bank ad

মুক্তিযুদ্ধে সংগীত আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

মুক্তিযুদ্ধে সংগীত আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগীত আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। রণসংগীত ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে। একইভাবে জনপ্রিয় লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীনের গানও আমাদের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে লোকসংগীত সম্রাট আব্বাসউদ্দীন আহমদ স্মরণে জাদুঘর আয়োজিত 'আব্বাসউদ্দীন আহমদ : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ২০২২' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, আব্বাসউদ্দীনের মতো শিল্পী যুগে যুগে জন্মায় না, হাজার বছরে একজন জন্মায়। তিনি তার গানের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্বাসউদ্দীনের খুব ভক্ত ছিলেন। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে এর উল্লেখ রয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিল্পী আব্বাসউদ্দীন ছিলেন একজন কীর্তিমান ও অসাধারণ মানুষ। সত্যের সৈনিক যারা তারাই মূলত অসাধারণ মানুষ। সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ ও কীর্তিমান মানুষরা সত্যের সঙ্গে আপস করেন না।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী আব্বাসউদ্দীন আহমদের নাতনি সংগীত শিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্যামল কুমার পাল।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: