শিরোনাম

South east bank ad

শেরপুরে হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার: পলক

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শেরপুরে হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার: পলক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শেরপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা শহরে পাঁচ একর জায়গায় ২০২৩ সালে এর নির্মাণ কাজ উদ্বোধনের কথা জানান তিনি। বুধবার (২০ অক্টোবর) রাতে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরির কাজ শুরু করেছে সরকার। এছাড়া ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য দ্রুত গতির ইন্টারনেট সরবরাহের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার।

পলক বলেন, আমি এর আগে ২০১৯ সালে শেরপুরে এসেছিলাম। তখন এখানকার সম্ভাবনার জায়গাগুলো প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে শেরপুরের রাজনৈতিক ব্যক্তি, তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং শেরপুরের তরুণ-তরুণীদের যে দাবি ছিল সেটি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এরপর দেশে করোনা শুরু হলো। এই করোনাকালে সারাদেশে ১৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেটর সেন্টার নির্মাণ কাজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সুখবর হচ্ছে এর মধ্যে শেরপুর সদর উপজেলাতেও একটি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। এরইমধ্যে টেন্ডারও হয়ে গেছে। ২০২৩ সালের শুরুতেই কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, নালিতাবাড়ীর পাশাপাশি শেরপুরের অন্যান্য উপজেলাতে ‘জয় ডি-সেট সেন্টার’ স্থাপন করা হবে। পাশাপাশি সারাদেশের মতো শেরপুরেও বিদ্যালয়ে বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে, যেটি প্রধানমন্ত্রী সম্প্রতি উদ্বোধন করেছেন। এছাড়া শেরপুরে দুটি ‘স্কুল অব ফিউচার’ উদ্বোধন করা হয়েছে। সেখানে ইংরেজি ও অঙ্ক শিক্ষা বিশেষ পদ্ধতিতে দেওয়া হবে। এটিও দ্রুত শুরু হবে। সুতরাং শেরপুরের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই উপহার দিচ্ছেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: