শিরোনাম

South east bank ad

জাতীয় জাদুঘর প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

জাতীয় জাদুঘর প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় জাদুঘর প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। তিনি ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করেন।

রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর এর ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ঢাকা থেকে জাতীয় জাদুঘর: রূপান্তরের ইতিবৃত্ত’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামল পর্যালোচনা করলে দেখা যায়- এমন কোনো আইন নেই যা বঙ্গবন্ধু প্রণয়ন করে যাননি। আমরা যখনই কোনো নতুন আইন প্রণয়ন করতে যাই, দেখা যায় বঙ্গবন্ধু এরই মধ্যে তা প্রণয়ন করেছেন। এতেই বোঝা যায়- বঙ্গবন্ধু কতটা বিচক্ষণ ও সুদূরপ্রসারী চিন্তার অধিকারী ছিলেন। যুগের প্রয়োজনে আমাদের সেসব আইন শুধু পরিবর্ধন, পরিমার্জন ও সংস্করণ করতে হয়।

তিনি বলেন, জাতীয় জাদুঘরে প্রায় ১ লাখ নিদর্শন রয়েছে, যার মধ্যে আমরা মাত্র ৫ শতাংশ প্রদর্শন করতে পারি। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতীয় জাদুঘরকে আধুনিকায়ন করার পদক্ষেপ নিয়েছি। আশা করছি শিগগিরই এ প্রকল্প অনুমোদিত হবে। এটি বাস্তবায়িত হলে গ্যালারির সংখ্যা বাড়ানো যাবে এবং আরো বেশি নিদর্শন প্রদর্শন করা যাবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সদস্য সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: