শিরোনাম

South east bank ad

পাঠ্যপুস্তক আকর্ষণীয় ও প্রাঞ্জল করতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

পাঠ্যপুস্তক আকর্ষণীয় ও প্রাঞ্জল করতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান যুগে শিক্ষার পদ্ধতি অনেক রকম। পাঠ্যপুস্তক আকর্ষণীয় ও প্রাঞ্জল করার বিষয়ে আমরা কাজ করছি।

শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সায়েন্স ক্লাব আয়োজিত অষ্টম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখা হবে আনন্দময়। যদি কোনো বিষয় আনন্দ নিয়ে শেখা যায়, তাহলে চারপাশের পরিবেশ আরো সুন্দর হবে। আনন্দের সঙ্গে শিখলে নতুন দক্ষতা গড়ে উঠবে। শিক্ষকের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করে তোলা। শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসা জাগ্রত করতে হবে। যদি এমনটা করা যায় তাহলে শিক্ষার্থী নিজে নিজে শিখতে আগ্রহবোধ করবে।

তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা, বিজ্ঞান চর্চা হয়ে থাকে। আমাদের চারপাশে যা ঘটছে তা বুঝতে হলে গণিত বুঝতে হবে। এই অলিম্পিয়াডগুলো গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা তৈরি করে। এই প্রতিযোগিতামূলক অলিম্পিয়াডে শহর, গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। যা প্রমাণ করে গণিত স্থান-কাল-পাত্র ভেদে হয় না। গণিত সর্বজনীন।

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত অষ্টম জাতীয় গণিত অলিম্পিয়াডের ফল জানানো হয়। এবারের অলিম্পিয়াডে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাতটি ক্যাটাগরি ছিল। এতে দেশের ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। সে হিসেবে সাত শ্রেণি থেকে ৩৫ জনকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: