শিরোনাম

South east bank ad

দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজনঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজনঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরও অবদান রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিষয়টি খুবই প্রাসঙ্গিক। দেশের আমজনতাকে স্বাস্থ্য সচেতন করতেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।’

শনিবার (৩ এপ্রিল) অনলাইনে কেরাণীগঞ্জে ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানিগঞ্জ’ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।

প্রতিমন্ত্রী বলেন, ‘বেসরকারি উদ্যোক্তা ও প্রবাসীদের সহযোগিতা পেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের গড়ার কার্যক্রম আরও গতিশীল হবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ রূপকল্প-৪১ বাস্তাবায়ন করে জাতিকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।

এসময় তিনি প্রবাসীদের মেধা, পরামর্শ ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। কেরাণীগঞ্জের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখাতে এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিস সেবা, কিডনি ডিজিস অ‌্যান্ড প্রিভেনশন স্ক্রিনিং প্রজেক্ট, সচেতনতামূলক অনুষ্ঠান ও চিকিৎসা সেবা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি এরমধ্যে বাংলাদেশের ১৬ জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে ডায়ালাইসিস সেবা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে দেশের অন্যতম বৃহত্তর কিডনি ডায়ালাইসিস নেটওয়ার্কে পরিণত হয়েছে। সোনার বাংলা ফাউন্ডেশন এই সেবার আওতা বৃদ্ধির জন্য কেরানিগঞ্জে ১৭তম ডায়ালাইসিস সেন্টার ‘এসবিএফ আমান ফাউন্ডেশন হেল্থ সেন্টার (স্পেশালাইজড্ কিডনি ডায়ালাইসিস সেন্টার), কেরানিগঞ্জ’ স্থাপন করা হয়েছে।

সোনার বাংলা ফাউন্ডেশনের বাংলাদেশের কান্টি ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আমান গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ ও সোনার বাংলা ফাউন্ডেশন, ইউএসএ-এর প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: