টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিলেন অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার (১৯ মার্চ) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছিলো। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি, অফিসার্স ক্লাব, ঢাকা এর সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব ( উন্নয়ন ) মেজবাহ উদ্দিন এতে উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন কক্সবাজার এর জেলা প্রশাসক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ