শিরোনাম

South east bank ad

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭ মার্চ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর শুরুর প্রস্তুতি নেয়া হলেও আপাতত তা আর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য পূর্বাচলে একটি স্থায়ী ঠিকানা হলেও এবারের মেলা কবে হবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তাই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক বাস্তবায়িত ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত ছিলেন। বাণিজ্য সচিব জাফর উদ্দিন ও ইপিবি কর্মকর্তারা সচিবালয়ে উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মেলা করার জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। ইপিবির সঙ্গে আলোচনা করে সম্ভাব্য তারিখ ২৭ মার্চ বা এর দু-একদিন আগে-পরে ঠিক করা হয়েছিল। এ ব্যাপারে আমরা একটা প্রাথমিক সম্মতিও পেয়েছিলাম। কিন্তু করোনার বিস্তারের কারণে প্রধানমন্ত্রী বলেছেন, একটু সময় নেয়ার জন্য। পরে তিনি সময় জানাবেন। করোনার প্রকোপ কমে এলে আমরা এ মেলার আয়োজন করব।

তিনি আরো বলেন, এবার যা-ই হোক, আগামী বছর থেকে জানুয়ারিতেই মেলা আয়োজন করা হবে। ১ জানুয়ারি মেলা আয়োজনের যে পরম্পরা চলে আসছে, তা আমরা ধরে রাখব। এখন থেকে বাণিজ্য ও রফতানি-সংক্রান্ত সব মেলা পূর্বাচলে নির্মিত চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজনে সরকারের পরিকল্পনা রয়েছে। এদিকে চীন সেখানে তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে বছরে দুটি মেলা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

নারায়ণগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে এক্সিবিশন সেন্টারের অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। গত বছরের ৩০ নভেম্বর নির্মাণকাজ শেষ করার ঘোষণা দেয় তারা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা, যার মধ্যে চীন সরকার অনুদান হিসেবে দিয়েছে ৫২০ কোটি টাকা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: