শিরোনাম

South east bank ad

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক গুরুতর আহত

 প্রকাশ: ০৯ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক গুরুতর আহত
আব্দুল্লাহ হেল বাকী (নওগাঁ ) : নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন আত্রাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো: রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো: নাজমুল হক নাহিদ ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি সদস্য তপন কুমার সরকার। আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন সেন্টু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার পেশাগত কাজে সংবাদ সংগ্রহের জন্য জেলার আত্রাই থেকে বান্দাইখাড়া যাওয়ার পথে নজরুল ইসলামের ইট ভাটার কাছে মটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে সাংবাদিক নাজমুল হক নাহিদ গুরুতর জখম এবং রুহুল আমীন ও তপন কুমার সরকার আহত হন। আহত তিনজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁর একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে অপর দুইজন রুহুল ও তপন বাসায় বিশ্রামে রয়েছেন। আহত সংবাদকর্মীদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: