নড়াইলে মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুর গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন, একই গ্রামের রুহুল মোল্যার ছেলে সুমন মোল্যা এবং খলিলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। তাদের মধ্যে সাব্বির পলাতক। রায় ঘোষণার সময় বাকি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওই সময়ের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে একটি দল নড়াইল-যশোর সড়কের মুলিয়ার মোড় পিয়ারির বটতলা নামক স্থানে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।
রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল থামিয়ে তিন আরোহীর দেহ তল্লাশি করে ৪৫ বোতল আফিম থেকে তৈরি কোডিন মিশ্রিত ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানায় রেজাউল করিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।