ভারতীয় হাইকমিশনে মৈত্রী সপ্তাহ পালিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মৈত্রী দিবসকে (৬ ডিসেম্বর) সামনে রেখে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মৈত্রী সপ্তাহ পালিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয়ের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলোর স্মরণে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়কার তথা রণাঙ্গনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিজয়ের শেষভাগে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করেন।