ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় কাজ করছে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে স্থাপিত বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় একটি কার্যকরী সেবাকেন্দ্র হিসেবে কাজ করছে।
শনিবার নরসিংদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটা এক ধরনের সার্ভিস সেন্টার (সেবাকেন্দ্র)। এখানে বয়ন পূর্ব ও বয়ন উত্তর সেবা প্রদান করা হয়, যেখানে ব্যবহৃত মেশিনারিজ অত্যন্ত ব্যয়বহুল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে কম ব্যয়ে সেবা দেওয়া হচ্ছে। আমরা এই কেন্দ্রকে আরো উন্নত সেবা দিতে মন্ত্রণালয় থেকে পর্যালোচনা করবো। এটি সরকারের জন্য একটি লাভজনক প্রতিষ্ঠান, যা রাজস্ব উৎপাদন করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যাগুলো সমাধানে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন, বিজেএমসি চেয়ারম্যান ফারুক আহমেদ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।