শিরোনাম

South east bank ad

চঞ্চল-ফারিয়ার ‘কুহক কাল’

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বহুমাত্রিক চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অসংখ্যবার। অন্যদিকে নাটকের পরিচিত মুখ ফারিয়া শাহরিন। বেশ কিছু কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। এ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। নাম ‘কুহক কাল’।

অলোক হাসানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- নিশাত প্রিয়ম, শাহেদ আলী সুজনসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নির্মাতা বলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ফিকশন এটি। পুরো গল্প এগিয়েছে চঞ্চল ভাইকে নিয়ে। এর বেশি কিছু এখনই বলতে চাচ্ছি না। আশা করছি, দর্শক নাটকটি দেখে হতাশ হবেন না।’

আগামী মাসে ‘কুহক কাল’ আরটিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: