এক নজরে ‘শান’
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
শান একটি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ।
শান ছবির পরিচালক এম রাহিম গত ৬-৭ বছর যাবত জাজের চিফ এডি ছিলেন । জাজের সর্বাধিক ব্যবসা সফল পোড়ামন-২ ও দহন ছবিরও এডি ছিলেন তিনি। তিনিই পোড়ামন-২ ও দহন সিনেমার পোস্ট প্রডাকশনের কাজ করেছিলেন। শান সিনেমার পোস্ট প্রডাকশনের (এডিটিং, কালার, ব্যাক গ্রাউন্ড মিউজিক, ইফেক্ট সাউন্ড, মিক্সিং) সব হয়েছে পরিচালক এম রাহিম এর তত্ত্বাবধানে ।
শান ছবির কাহিনি আজাদ খান যখন জাজকে বলেন, তখনই জাজ বলেছিল শান সিনেমা নির্মাণে রাহিম ই একমাত্র যোগ্য। কাহিনিকার আজাদ খান, পরিচালক এম রাহিম ও জাজ নিজের মত করে টিম তৈরি করে । পোড়ামন-২ ও দহন সিনেমার সম্পূর্ণ টিমকে (রায়হান রাফি ছাড়া) দেয়া হয় শান সিনেমা নির্মাণের দায়িত্ব। যেমন সিয়াম, পূজা, ডিওপি, এডি টিম, এডিটর, বিজিএম, কালারিস্ট আর সাথে থাকে জাজের ক্রিয়েটিভ টিম ।
সবাই মিলে গতকাল প্রিভিউ করলাম ‘শান’ ছবির । পরিচালক এম রাহিম আমাদের নিরাশ করেন নি বরং বলা যায়, সে এক দুর্দান্ত সিনেমা বানিয়েছে। এখন আমরা বলতে পারি, এমন পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। শান আমাদের কল্পনাকেও হার মানিয়েছে।
শান সিনেমায় অভিনয় করেছেনঃ সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ ও আরো অনেকে ।