শিরোনাম

South east bank ad

কুমিল্লায় সাড়ে চারশ’ নরসুন্দর পেলো প্রধানমন্ত্রীর উপহার

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

কুমিল্লায় সাড়ে চারশ’ নরসুন্দর পেলো প্রধানমন্ত্রীর উপহার

কুমিল্লায় করোনায় আয় কমেছে নিম্ন আয়ের মানুষদের। তাদের মধ্য রয়েছে নরসুন্দর সম্প্রদায়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যেগে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাড়ে চারশ নরসুন্দরের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দেয়া হয়। আ ক ম বাহাউদ্দিন বাহার নরসুন্দরের হাতে খাবার সামগ্রী তুলে দেন। সংকটময় মুহূর্তে খাদ্য পেয়ে আনন্দিত নরসুন্দর কৈলাশ রায়। তিনি বলেন, ঘরে খাবার ছিলো না। আজ খাবার পেয়েছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নির্জন বালাও খাবার পেয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা প্রতিজনকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ছোলা ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই এক প্যাকেট, ২টা সাবান দিয়েছি। এছাড়া প্রত্যককে এমপি মহোদয় ৬ কেজি করে আলু দিয়েছেন।

আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, প্রধানমন্ত্রী জনগণের নেত্রী। তিনি এই করোনাকালীন সবার খাবার ব্যবস্থা করেছেন। এছাড়া বিভিন্ন পেশা শ্রেণীর মোবাইল অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে দিবেন।
শনিবার বিকালে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্যরা।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: