কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসক সাইদুল ইসলাম

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এরপর কুষ্টিয়া জেলা পুলিশ, আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষে দলীয় নেতাকর্মী, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় শ্রমিকলীগ, আওয়ামী চালকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর ও পেশাজিবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।