শিরোনাম

South east bank ad

মূল্যছাড়ে গৃহস্থালি পণ্যের জমজমাট বিক্রি

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

মূল্যছাড়ে গৃহস্থালি পণ্যের জমজমাট বিক্রি
অন্যান্যবারের মতো এবারও মেলায় স্টল-প্যাভিলিয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে রান্না-সামগ্রীসহ গৃহস্থালি সামগ্রীর স্টল-প্যাভিলিয়নগুলোতে। সাপ্তাহিক ছুটির দিন তো বটেই, অন্যান্য কর্মদিবসেও এসব প্যাভিলিয়নে উল্লেখযোগ্য সংখ্যক নারী ক্রেতার ভিড় দেখা যায়। অনেকেই জানান, পুরো বছরের গৃহস্থালিসামগ্রী কিনতে তারা মেলা শুরুর অপেক্ষায় থাকেন। রান্না ও গৃহস্থালিসামগ্রীর পসরা নিয়ে মেলায় আগত প্রতিষ্ঠানগুলোও ক্রেতাদের দৃষ্টি কাড়তে দিয়েছে মূল্যছাড়। এর সঙ্গে রয়েছে আকার ও ডিজাইনে নতুনত্ব ও আধুনিকতার সমাবেশ। ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিন যতই যাচ্ছে রান্নায় নিরাপদ ও ঝামেলাবিহীন সামগ্রী হিসেবে নন-স্টিক সামগ্রীর ব্যবহার ততই জনপ্রিয় হচ্ছে গৃহিণীদের রান্নাঘরে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই বিভিন্ন আকার ও ডিজাইনের নন-স্টিক ফ্রাই ও নরমাল প্যান বাজারে এনেছে আরএফএল গ্রুপ। এ ছাড়া রয়েছে নন-স্টিক রুটি তাওয়া, দোসা তাওয়া, ফ্রাই প্যান, ইন্ডাকশন ফ্রাই প্যান ইত্যাদি। এসব পণ্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় রয়েছে বলে জানান গ্যাস স্টোভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন। আল-আমিন জানান, তাদের বেস্ট বাইয়ের প্যাভিলিয়নে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গ্যাস স্টোভ। মেলা উপলক্ষে টাইমার সিস্টেম গ্যাসের চুলা বাজারে এনেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এ চুলায় রান্না চড়িয়ে নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া যায়। টাইম শেষ হয়ে গেলে চুলাটি স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে, রান্না হয়ে গেছে। মিস ফায়ার না হওয়ার পাশাপাশি ব্যাক ফায়ার না হওয়ার গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক চুলাটিতে। ৫ শতাংশ ছাড়ে এ চুলা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৮৬ টাকায়। মেলায় কিয়াম মেটালের প্যাভিলিয়নেও বেশ ভিড় দেখা যায়। এটির সেলস এক্সিকিউটিভ আজাদুর রহমান সমকালকে বলেন, তারা মূলত প্রচারের জন্যই মেলায় আসেন। এবার ২০টি নতুন আইটেমের গৃহস্থালি সামগ্রী নিয়ে এসেছে তার প্রতিষ্ঠান। এ প্যাভিলিয়নে বিভিন্ন আকারের নন-স্টিক পাতিলসদৃশ প্যান পাওয়া যাবে ১ হাজার ৫০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে। এ ছাড়া সেভেন সেটের ক্যাসারোল প্যানের সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি সুদৃশ্য হাঁড়ি। এছাড়া দিলি্ল অ্যালুমিনিয়ামের পণ্যের প্রতিও ক্রেতাদের আকর্ষণ থাকে। নতুন ডিজাইন ও গুণগত মানের জন্য এখানে নিয়মিত আসেন ক্রেতারা। অন্যান্য নন-ব্র্যান্ডের দেশি-বিদেশি প্যাভিলিয়নেও ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: