শিরোনাম

South east bank ad

অনুমোদন পেল নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

অনুমোদন পেল নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
নতুন ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৮৯-এ। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। ঢাকার বাড্ডায় প্রতিষ্ঠার জন্য অনুমোদন পেয়েছে ‘দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার’। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ জামিল হাবিব। আর ঢাকার তেজগাঁওয়ে হবে ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। এর উদ্যোক্তা হিসেবে নাম রয়েছে চৌধুরী নাফিজ সরাফতের। মানিকগঞ্জে প্রতিষ্ঠার জন্য অনুমোদন পেয়েছে ‘এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। যৌথভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সাবেক ছাত্র নেতা শামসুর রহমান ও ইসহাক আলী খান পান্না। খুলনায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে ‘নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মো. আনছার আলী। কুষ্টিয়ায় ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন মোহাম্মদ জহুরুল ইসলাম। এছাড়া চট্টগ্রামে ‘ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’ স্থাপনের জন্য অনুমোদন পেয়েছেন মুহাম্মদ ওসমান। অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিভাগ ও অনুষদ গঠন ছাড়াও পাঠদানের অনুমোদন নেবে। এর পর শিক্ষক নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে। সব প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য আরও ১১০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন হেলাল উদ্দিন। শর্তানুযায়ী, অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়াকৃত ভবন থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিনটি অনুষদের অধীনে ছয়টি বিভাগ খুলতে হবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: