সবার জন্য প্রধানমন্ত্রীর নতুন মুঠোফোন নম্বর

মুঠোফোনে নম্বর চেপে মিলবে প্রধানমন্ত্রীকে? এপাশ থেকে আপনি কল করলে ওপাশ থেকে শুনতে পাবেন, ‘আমি শেখ হাসিনা বলছি।’ এ কোনো গল্প নয়, নয় কল্পনাও।
মানুষের আরও কাছে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণের মুখ থেকে শুনতে চান তাদের সমস্যা, সম্ভাবনার কথা। আগে দুটো নম্বর তিনি সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন দেশবাসীকে। সম্প্রতি ওই তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নম্বর। এখন থেকে তিনটি নম্বরেই কথা বলা যাবে প্রধানমন্ত্রীর সঙ্গে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল বলেন,সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে চান প্রধানমন্ত্রী। তাই নতুন আরও একটি নম্বর নিয়েছেন তিনি।
নতুন নম্বরটি হচ্ছে-+৮৮০১৫৫৫৮৮৮৫৫৫
আগে দেওয়া দুটি নম্বর +৮৮০১৭১১৫২০০০০ ও +৮৮০১৮১৯২৬০৩৭১ চালু থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তার মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর দেশ জুড়ে মানুষের মধ্যে সাড়া পড়ে। মানুষ নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান।