শিরোনাম

South east bank ad

ইলিয়াস আলীর গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মির্জা আব্বাস

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ইলিয়াস আলীর গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিখোঁজ ইলিয়াস আলী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি।তাকে গুম করার পেছনে ভেতরের কয়েকজন নেতা দায়ী। ওইসব নেতাদের অনেকেই চেনেন।
শনিবার (১৭ এপ্রিল) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমি জানি আওয়ামী লীগ তাকে গুম করেনি। তাহলে গুমটা করলো কে? এটা আমি সরকারের কাছে জানতে চাই। আমাদের অনেক মানুষ গুম হয়ে গেছে। যারা গুম করেছে তাদের কী বিচার হতে পারে না?

মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলী গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে। গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ইলিয়াস আলী খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।

তিনি বলেন, ইলিয়াস আলীকে যারা গুম করেছে তারা বদমাইশ। আমার দলের ভেতরে লুকায়িত যে বদমাইশগুলা আছে দয়া করে তাদের একটু সামনে আনার ব্যবস্থা করেন প্লিজ।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: