শিরোনাম

South east bank ad

ভোলায় ১২ ও ১৬ বছর আগে দাফন করা লাশ প্রায় অক্ষত!

 প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ভোলায় ১২ ও ১৬ বছর আগে দাফন করা লাশ প্রায় অক্ষত!

সিমা বেগম (ভোলা) :

গতকাল মঙ্গলবার (২রা মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেলু সাহেব বাড়ীর দরজার আব্দুর রহমান সিকদার বাড়ী জামে মসজিদের সামনে সড়কের কাজ করতে আসা শ্রমিকেরা কবর কাজ করার সময় কবর দেখতে পায়। কবর থেকে দুটো ব্যক্তির লাশ উঠানো হয়। একজনের নাম মোঃ কাঞ্চন চৌকিদার তার মৃত্যুর ১২বছর পূর্বে । দ্বিতীয় ব্যক্তি মোঃ হোসেন সিকদার এর মৃত্যু হয়েছে ১৬ বছর পূর্বে । দুটো লাশই কাফনসহ যেমন কবরে রাখা হয়েছিলো তেমনই রয়েছে। পরে আত্মীয়স্বজনেরা লাশ দুটিকে পুনরায় দাফন করে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: