শিরোনাম

South east bank ad

লেডি গাগার কর্মচারীকে গুলি করে দুইটি ফরাসি বুলডগ ছিনতাই

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

লেডি গাগার কর্মচারীকে গুলি করে দুইটি ফরাসি বুলডগ ছিনতাই

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে পপ তারকা লেডি গাগার এক কর্মচারীকে গুলি করে ছিনতাইকারী দুইটি ফরাসি বুলডগ নিয়ে পালিয়েছে।

বুধবার রাতে হলিউডে সন্দেহভাজন ছিনতাইকারী আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গাগার কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে কোজি ও গুস্তাভ নামের কুকুরদুটি নিয়ে যায়। আহত রায়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা কেমন তা জানা যায়নি।

ছিনতাইয়ের সময় মিস এশিয়া নামে গাগার আরেকটি বুলডগ পালিয়ে গিয়েছিল; পরে পুলিশ তাকে উদ্ধার করেছে। লেডি গাগা নামে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা। তিনি এখন রোমে রিডলি স্কটের গুচ্চি চলচ্চিত্রে কাজ করছেন।

কুকুর ছিনতাইয়ের পর গুস্তাভ ও কোজিকে ফিরে পেতে ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন তিনি। ছিনতাই হওয়া কুকুরগুলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে সুপার বোল হাফটাইম শোতে গাগার সঙ্গী ছিল। মিস এশিয়া নামের কুকুরটির এমনকি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: